, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশন ব্র্যান্ড 'নিউলাইন'

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ১১:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ১১:৫১:১১ পূর্বাহ্ন
গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশন ব্র্যান্ড 'নিউলাইন'
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের ডিস্ট্রিবিউশন ব্র্যান্ডের পরিবারে যুক্ত করলো ডিসপ্লে সলিউশনের গ্লোবাল লিডার 'নিউলাইন।' এ বিষয়ে গ্লোবাল ব্র্যান্ডের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মাঝে একটি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, প্রফেশনাল অডিও-ভিডিও সলিউশনের হেড অব বিজনেস মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, নিউলাইন-এর রিজিওনাল ডিরেক্টর দেবা প্রতিম চৌধুরী, কাস্টমার এক্সিলেনস ম্যানেজার অরবিন্দ লাল প্রমুখ।

এই যৌথ উদ্যোগের ফলে সব শ্রেণির বাংলাদেশি আইটি ভোক্তারা আরও সহজে নিউলাইন-এর মাল্টি-টাচ ক্যাপিবিলিটি, ওয়ারলেস কানেক্টিভিটি এবং বিস্তৃত সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনের সাথে কম্প্যাটিবিলিটি আরো অনেক অ্যাডভান্সড ফিচার সম্পন্ন ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশন ও সার্ভিস গ্রহণ করতে পারবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে যাত্রা শুরু করে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এরই মধ্যে ১০০ এর বেশি ব্র্যান্ড নিয়ে ডিস্ট্রিবিউশন ব্যবসা পরিচালনা করে আসছে কোম্পানিটি। 

অপরদিকে দিকে ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশনের অন্যতম গ্লোবাল লিডার 'নিউলাইন।' ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে সলিউশন ভোক্তাদের কাছে প্রদান করছে ব্রান্ডটি।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা