, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


দেশ থেকে ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৬:৫৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৬:৫৭:০০ অপরাহ্ন
দেশ থেকে ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প
এবার আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেই প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াবেন। এরমধ্যে নাম রয়েছে ১৮ হাজার ভারতীয়র।

আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় রয়েছেন। তারা সবাই অবৈধ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সংকটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম