, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাতপাখার প্রার্থীর ওপর হামলা, আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০৫:৫৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০৫:৫৯:৩২ অপরাহ্ন
হাতপাখার প্রার্থীর ওপর হামলা, আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম হাওলাদার।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টাকার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

শাহ আলম হাওলাদার জানান, তিনি পারিবারিকভাবে আওয়ামী পরিবারের লোক। তার বুঝ হওয়ার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ করে আসছেন।

তিনি আরো জানান, ১৯৯৭ সালে বৃহত্তম ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে নবগঠিত কুয়াকাটা পৌরসভার পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, ২০১৬ সালে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সর্ব শেষ ২০২০ সাল থেকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহা: ফয়জুল করীমের ওপর হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন।

তিনি একজন মুসলিম পরিবারের লোক হওয়ায় বিষয়টি তাকে আঘাত করেছে ও ব্যথিত করেছে। এছাড়া কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে তিনি অব্যহতি চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন, শাহ আলম হাওলাদার বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম করে এসে দল থেকে সুবিধা নিতে না পেরে দল থেকে পদত্যাগের কথা বলছেন।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন