এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই। ভারত যুদ্ধ শুরু করলে তা ভারতে গিয়েই শেষ হবে। দেশের ছাত্রসহ সকলকে সামরিক ট্রেনিং দিয়ে তৈরি করার দাবিও জানান বিএনপির এই নেতা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেজর (অব) হাফিজ বলেন, ভারত প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে বিষিয়ে তুলেছে। তারা প্রতিবেশী রাষ্ট্রকে দাবিয়ে রাখতে চায়। তবে নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন থাকবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ জীবন দিতে রাজি কিন্তু দেশকে ভারতের সামনে পদানত হতে দেবে না।