, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


'দেশের সবশেষ ৩টি নির্বাচন নিয়ে গবেষণা করলেই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের ওপর পিএইচডি হয়ে যাবে'

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:৩৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:৩৮:০৮ অপরাহ্ন
'দেশের সবশেষ ৩টি নির্বাচন নিয়ে গবেষণা করলেই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের ওপর পিএইচডি হয়ে যাবে'
এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বন্ধু রাষ্ট্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. সাখাওয়াত হোসেন।

বুধবার (১১ ডিসেম্বর) সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রোজেক্ট আয়োজিত ‘গনতন্ত্রের পথে, চলি একসাথে’ শীর্ষক নাগরিক উৎসবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থাকে কীভাবে নষ্ট করতে হয়, তার উপর পিএইচডি করতে হলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের শেষ ৩টি নির্বাচন নিয়ে গবেষণা করলেই হবে।

এ সময় সামনের নির্বাচনে যারা অংশ নেবেন; তারা আওয়ামী লীগের পরিস্থিতি থেকে শিক্ষা নেবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, অতীতের থেকে সম্পূর্ণ ব্যাতিক্রমী হবে এবারের নির্বাচন। ভোট যাতে হাইজ্যাক না হয়, সেজন্য ভোটারদের সতর্ক থাকার প্রতিও গুরুত্বারোপও করেন উপদেষ্টা।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা