, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না’

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:২২:২৬ অপরাহ্ন
‘বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না’
এবার বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সাচিং প্রু জেরী বলেন, দেশ নায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়নসহ গ্রামগঞ্জে বিএনপির নাম পৌঁছে দিচ্ছে। তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি লাভ করছে। তাই বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চোর, দুর্নীতিবাজ, গুম ও খুনের দল আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। দেশবাসীকে সঙ্গে নিয়ে ২৪-এর গণহত্যাকারী ও দলের বিচার এই বাংলার মাটিতে করা হবে। সাধারণ মানুষের হক নিয়ে যারা দীর্ঘ ১৬ বছর ছিনিমিনি খেলেছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মালিক হয়েছে-এর হিসাব দিতে হবে।

জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গণি, সা শৈ প্রু, বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেত্রী উম্মে কুলসুম লিনা, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা