, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৩:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৩:১৫:৫৫ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা
এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবীর নামে তৃণমূল কংগ্রেসের এক নেতা। এ সময় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখও জানিয়ে দিয়েছেন ভরতপুর বিধানসভার এ বিধায়ক। তিনি বলেছেন, মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ প্রতিষ্ঠা করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর।

শুধু তাই নয়, নতুন বাবরি মসজিদ নির্মাণে যত খরচ হবে, তার মধ্যে এক কোটি রুপি নিজেই দেবেন বলেও ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এ নেতা। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম মানি। আমার মসজিদ বানানোর অধিকার আছে। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।

এ ব্যাপারে হুমায়ুন কবীর আরও বলেন, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, ৩৩ বছর হয়ে গেছে। সেই মসজিদের আদলে আরেকটা মসজিদ প্রতিষ্ঠা করলে তা ইসলামী রাষ্ট্র তৈরির অভিপ্রায়ের মধ্যে পড়ে না। এ ধরনের একটি মসজিদ তৈরি হলে সেখানে এক থেকে দেড় লাখ মানুষ নামাজ পড়তে পারবেন।

মসজিদটি উদ্বোধনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন এ বিধায়ক। তিনি জানান, মসজিদ নির্মাণ করতে তিন থেকে চার বছর সময় লাগবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পর এর উদ্বোধন করা হবে।

এদিকে হুমায়ুন কবীরের এই ঘোষণার জবাবে বঙ্গীয় হিন্দু সেনাপতি সংগঠনের সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন, বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক, তাতে কোনও আপত্তি নেই। তবে, মুর্শিদাবাদে প্রতিটি বিধানসভায় একটি করে রাম মন্দির হবে। পুরো মুর্শিদাবাদজুড়ে ২২টি রাম মন্দির তৈরি করা হবে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা