, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লন্ডনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোজাম্মেল হোসেন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০৪:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০৪:৫৪:৫৩ অপরাহ্ন
লন্ডনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোজাম্মেল হোসেন
আসন্ন লন্ডন মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন হলেন ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিমিন্যাল ব্যারিস্টার ও কনজারভেটিভ পার্টির প্রতিনিধি মোজাম্মেল হোসেন।

লন্ডন অ্যাসেম্বলির সদস্য সুসান হল এবং ডাউনিং স্ট্রিটের সাবেক সহযোগী হয়ে কারিগরি উদ্যোক্তা ড্যানিয়েল করস্কির সঙ্গে হোসেনকে রোববার টোরি পার্টির কর্মকর্তারা নির্বাচিত করে। 

তবে প্রার্থী ও দলীয় নেতা ঋষি সুনকের মধ্যে সম্ভাব্য বৈঠক অনিশ্চিত।

পার্টির কর্মকর্তারা আসন্ন প্রচারণার জন্য প্রাথমিক নিয়ম নির্ধারণ করবেন বলে আশা করা হয়েছিল। কারণ কনজারভেটিভ পার্টির লক্ষ্য লন্ডনের মেয়র হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে সাদিক খানের দলকে বাধাগ্রস্ত করা।

টোরি প্রার্থীকে ১৯ জুলাই ঘোষণা করা হবে, আর আগে নির্বাচন-সংক্রান্ত কাজকর্ম এবং দলীয় সদস্যদের ব্যালট প্রকাশ করবে। 

মোজাম্মেল হোসেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিমিন্যাল ব্যারিস্টার যিনি রাণীর কাউন্সেলে নিযুক্ত হয়েছেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্যে অভিবাসী হন।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই