, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে সহায়তা করবে তুরস্ক: এরদোয়ান

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:৫৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:৫৪:০৯ পূর্বাহ্ন
সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে সহায়তা করবে তুরস্ক: এরদোয়ান
এবার তুরস্ক একটি ঐক্যবদ্ধ ও সন্ত্রাসমুক্ত সিরিয়া দেখতে চায় বলে মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়াকে তার জনগণেরই শাসন করা উচিত। সিরিয়া পরিস্থিতি নিয়ে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে ফোনকলে এসব কথা বলেন এরদোয়ান। খবর আলজাজিরার।

এরদোয়ান দাবি করেছেন, তুরস্ক গৃহযুদ্ধের প্রথম দিন থেকেই সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং স্থিতিশীলতা রক্ষায় সমর্থন করেছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়াকে তার জনগণের শাসন করা উচিত। তুরস্ক একটি ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনে সর্বাত্মক সহায়তা চালিয়ে যাবে।

এর আগে তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঙ্কারা নতুন সিরিয়া দেখতে চায়, যারা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকে। সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে তুরস্ক প্রস্তুত। ফিদান বলেন, বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফিরে যেতেও সহায়তা করবে তুরস্ক। সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। এখন সময় সামনের দিকে এগোনোর।
 
বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। বর্তমানে তিনি পরিবারসহ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন।

তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী বসবাস করেন। আসাদের পতনের পর আঙ্কারায় সিরীয় প্রবাসীরা বিদ্রোহীদের বিজয়কে কেন্দ্র করে মিছিল বের করেন। তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে শুরু করেছেন। বিদ্রোহীদের এই বিজয়কে তারা নিজেদের প্রত্যাবাসনের সম্ভাবনা হিসেবে দেখছেন।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম