আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: অনিয়মের সংবাদ করায় দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমানকে হুমকি প্রদর্শন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৩ জুন) রাত ৯ টায় ভুক্তভোগী সাংবাদিক হুমকিদাতার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘোড়াঘাট থানায় যাহার জিডি নং- ৬৭০। ভুক্তভোগী সাংবাদিক ও জিডি সূত্রে জানা গেছে, গত ১২ ও ১৩ জুলাই দৈনিক করতোয়া সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ঘোড়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে ভবনের সিঁড়ি নির্মাণ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টায় সাংবাদিক জিল্লুর রহমান তাঁর নিজ বাড়ি থেকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে আসলে উক্ত ভবন মালিক আহসান হাবীব সাবু ওরফে সাবু কেরানি তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ও হাত পা ভেঙ্গে দেওয়া সহ পরবর্তীতে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে
তাকে দেখে নেবে বলে হুমকি প্রদর্শন করেন। এতে ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তা সহ আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উল্লেখ্য, হুমকিদাতা সাবু কেরানি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে রানীগঞ্জ বাজারে একটি ৪ তলা ভবন নির্মাণ করেন। ভবনের সিঁড়িটি সড়ক ও জনপথ বিভাগ এর পুরো জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। এতেকরে সড়কের পাশে ফুটপাত হিসেবে পথচারীদের চলাচলে বাধা ও যেকোনো মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা সহ ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। এ রিষটি নিয়ে ১১ জুন ডেইলি অবজারভার পত্রিকার অনলাইন ও বিডি২৪লাইভ, ১২ জুন দৈনিক করতোয়া, জাতীয় দৈনিক সকালের সময় ও বিডি২৪রিপোর্ট, ১৩ জুন দৈনিক দাবানল, জাতীয় দৈনিক মুক্ত-খবর পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।