, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


সিরীয় শরণার্থীদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সীমান্ত খুলেছে তুরস্ক

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১২:২৩:২২ অপরাহ্ন
সিরীয় শরণার্থীদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সীমান্ত খুলেছে তুরস্ক
এবার সিরীয় শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ইয়ায়লাদাগি সীমান্ত খুলে দিচ্ছে তুরস্ক। স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ লাখ সিরীয় নাগরিক। রোববার, আসাদ সরকারের পতনের পর যারা ফিরতে চান নিজ ভিটেতে। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে তাই খুলে দেয়া হচ্ছে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে এ সীমান্তটি। হামলার তীব্রতায় যা ২০১৩ সাল থেকেই ছিলো পুরোপুরি বন্ধ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। আশা করি শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন বাড়বে এখন। আর তাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে আমরা ইয়ায়লাদাগি সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম