, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


আসাদ সরকার পতনের সুযোগে ২৫০টি বিমান হামলা ইসরায়েলের

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:০৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:০৪:০৪ পূর্বাহ্ন
আসাদ সরকার পতনের সুযোগে ২৫০টি বিমান হামলা ইসরায়েলের
এবার সিরিয়ার বিভিন্ন সামরিক ও বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সেসব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে সিরিয়ার সশস্ত্রবাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের ধারনা, এসব অস্ত্র শত্রু শক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই, হামলা চালিয়ে এসব অস্ত্রশস্ত্র মজুত ধ্বংস করার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। অবশেষে, রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম