এবার ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও যোকোনো ওয়েবসাইট থেকে সরানোর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাঠানো হয়েছে সেই রায়ের কপি।
এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রোববার শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে যে বক্তব্য দিয়েছেন তা খতিয়ে দেখতে সরকারের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
গত ৫ ডিসেম্বর প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন।
একইসঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম শেখ হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে থেকে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখছেন। প্রসিকিউশনে দায়ের করা আবেদনে বলা হয়, শেখ হাসিনা ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেশ ও জাতির ক্ষতি করছেন।