, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১২:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১২:৩৫:১৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করে দেবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

এদিকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট জানান, ওভাল অফিসের প্রথম দিনের কাজ ঠিক করে রেখেছেন তিনি। আর তা হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের সন্তানরা পাবে না মার্কিন নাগরিকত্ব।

সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে বলেও জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেই বেআইনী অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চেয়েছিলেন। তবে করোনাকালীন সময় ও পরিস্থিতি বিবেচনা করে সেটি করা সম্ভব হয়নি।

এনবিসিকে ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শিগগিরই এ সমস্যার সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোন অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি প্রক্রিয়ায় এসেছেন তাদের সন্তানরাও অবৈধ। আমি কোনো পরিবার ভাঙতে চাই না। তাই সবাইকে এক সাথে যে দেশ থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেবো।
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম