শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা প্রতিনিধি: "স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ " শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অভিভাবক সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস চত্বর থেকে বাহির হয়ে বুড়ির হাট বাজার চত্বর পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়ে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের প্রাক্তন উপধ্যাক্ষ প্রফেসর মিজানুর রহমান, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ ।
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার ক্ষেত্রে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি মোঃ পারভেজ হাসান বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে তৈরির লক্ষ দিয়েছেন তা বাস্তবায়নে আমাদের সকলকে দক্ষ হতে হবে এবং যে যার অবস্থান থেকে দক্ষতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন তিনি। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে ৪ দিন ব্যাপী কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।