, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগ বাদে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না: জিএম কাদের

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০২:৫৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০২:৫৮:৪০ অপরাহ্ন
আওয়ামী লীগ বাদে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না: জিএম কাদের
এবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। শনিবার (৭ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের জাতীয় ঐক্যের ডাক দৃশ্যত রাজনৈতিক অনৈক্য তৈরি করছে। এ থেকে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আলোচনায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রেজাউল ইসলাম ভূঁইয়া ও অন্যরা।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।’

জিএম কাদের আরও বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম