এবার নির্বাচন যেনো অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার টাউনহল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে অন্তর্বর্তী সরকারের উচিত সময় অপচয় না করে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ দেয়া। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। কোনো পেশাশক্তি অথবা টাকার খেলা চলবে না এখানে।
তিনি আরও বলেন, নির্বাচনে এসব অবৈধ রাস্তা বন্ধ করতে হবে। কিছু সংস্কার প্রয়োজন সেজন্য। সরকার ইতোমধ্যে যেসব সংস্কারে হাত দিয়েছে। এসব সংস্কারের গতি বাড়াতে হবে।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই মাঠে কুমিল্লায় জামায়াতের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালে। তৎকালীন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সে সময় প্রধান অতিথি ছিলেন।