, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


রেলের জমি থেকে স্থাপনা সরাতে ৫ দিনের সময় দিল সরকার

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন
রেলের জমি থেকে স্থাপনা সরাতে ৫ দিনের সময় দিল সরকার
এবার বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলওয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের পর বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে মন্ত্রণালয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া সর্বসাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম