, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ২৮ রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৭:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৭:১৭:৩২ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ২৮ রাষ্ট্রদূত
এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর ২৮ রাষ্ট্রদূতের বৈঠক হবে। সোমবার (৯ ডিসেম্বর) এই বৈঠক হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। সরকার প্রধানের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূতদের এমন আলোচনার উদ্যোগ এবারই প্রথম বলে জানান মুখপাত্র।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বৈঠকে থাকবেন। এর মধ্যে ঢাকায় অবস্থানরত ৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দিল্লি থেকে অনাবাসী ২০ রাষ্ট্রদূত যোগ দেবেন। রফিকুল আলম বলেন, “এ সভা বাংলাদেশ ও ইইউ এর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।”

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মুখপাত্র।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম