, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভোজ্যতেল কেনার গাইডলাইন তৈরি করতে কমিটি

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ১২:০০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ১২:০০:৪৪ অপরাহ্ন
ভোজ্যতেল কেনার গাইডলাইন তৈরি করতে কমিটি ফাইল ছবি
চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কেনার গাইডলাইন তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণ সংক্রান্ত কমিটি গঠন করেছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণসংক্রান্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে কমিটির আহ্বায়ক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) সদস্যসচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে আন্তর্জাতিক ও দেশীয় অভ্যন্তরীণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদন করা যায় কি না তা পর্যালোচনা করা। পর্যালোচনায় পাওয়া ফলাফলের ভিত্তিতে বার্ষিক চাহিদা অনুযায়ী ভোজ্য তেল কেনার গাইডলাইন তৈরি করা।  

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সিপিটিইউর মহাপরিচালক, পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে সদস্য করা হয়েছে।  

কমিটি ৩০ দিনের মধ্যে এসংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রয়োজন অনুসারে সভা আহ্বান করবে। প্রয়োজনে কমিটিতে আরো সদস্য নেওয়া যাবে।
সর্বশেষ সংবাদ