অবশেষে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় জামিনে কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কারগার থেকে জামিনে মুক্তি পান।
এর আগে গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরবর্তীতে রোববার (১ ডিসেম্বর) বাবুলের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন মিতুর বাবা। তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া তার জামিন আদেশ বহাল রাখেন।