এবার ভারতকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে এ আহ্বান জানান তিনি।
এছাড়া সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এ সময় ভারতকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে দেশটি অতীতে বাংলাদেশের জনগণের সাথে যে ভুল করেছে সেটি কাটিয়ে উঠবে বলে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন।