, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঞ্জাবের স্বর্ণমন্দিরে শিখ নেতাকে লক্ষ্য করে হামলা, বন্দুকধারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৩:০৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৩:০৯:৫৬ অপরাহ্ন
পাঞ্জাবের স্বর্ণমন্দিরে শিখ নেতাকে লক্ষ্য করে হামলা, বন্দুকধারী গ্রেপ্তার
এবার ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে আজ শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। অনুশোচনার অংশ হিসেবে তিনি সেবকের দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী নারায়ণ সিং নামে একজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করেছে পুলিশ।
 
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ৪ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেবাদারের পোশাক পরে এবং হুইলচেয়ারে বসা অবস্থায় সুখবীর বাদল স্বর্ণমন্দিরে প্রবেশদ্বারে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ নারায়ণ সিং বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসেন এবং গুলি চালানোর চেষ্টা করেন। উপস্থিত একজন ব্যক্তি তার হাত ধরে ফেলেন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে।

এদিকে নারায়ণ সিং-এর খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী বাবর খালসার সঙ্গে যোগসূত্র রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সুখবীর বাদল সম্প্রতি অকাল তখতের নির্দেশে অনুশোচনার অংশ হিসেবে সোনার মন্দিরের প্রবেশদ্বারে সেবকের দায়িত্ব পালন করছিলেন। এটি মূলত ধর্মীয় শাস্তি।

৬২ বছর বয়সী সুখবীর বাদল পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী। তাকে ও অন্য আকালি নেতাদের ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তাদের শাসনামলে করা কিছু ‘ভুলের’ জন্য দেওয়া হয়েছে। তাঁকে থালাবাসন ধোয়া এবং জুতা পরিষ্কারের মতো কাজ করতে বলা হয়েছে।
 
অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং ভুল্লার জানান, ঘটনাটির পেছনে রাজনৈতিক বা সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। স্বর্ণমন্দিরে ধর্মীয় অনুভূতির কারণে সশস্ত্র পুলিশ মোতায়েন করা কঠিন। তবে পুলিশ সদস্যরা সজাগ ছিলেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পাঞ্জাবকে বদনাম করার ষড়যন্ত্র হতে পারে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ