, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভুল ব্যাখ্যা হয়েছে: অবসরে যাওয়া নিয়ে ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা 

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০২:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০২:৪৪:১৪ অপরাহ্ন
ভুল ব্যাখ্যা হয়েছে: অবসরে যাওয়া নিয়ে ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা 
এবার বলিউডের আলোচিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি গত ২ ডিসেম্বরই নাকি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় বেশ তোলপাড় শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়েছিলেন রীতিমত। অনেকেরই আবার প্রশ্ন ছিল―কেন হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত?
 
এদিকে মাত্র ৩৭ বছর বয়সী এমন দাপুটে অভিনেতার হঠাৎ অবসরে যাওয়ার কারণ জানা যায়নি ওই সময়। তবে একইদিন ঘটল আরেক ঘটনা। ভারতের সংসদ ভবনে তার অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখানো হয়। যা সরাসরি দেখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ প্রদর্শনী শেষে সিনেমা ও অভিনেতা বিক্রান্তের ভূয়সী প্রশংসা করেন মোদি। এরপরই সুর পাল্টে ফেলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এ অভিনেতা বলেন, আমার পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একদমই একেবারে অবসরের ঘোষণা দেইনি। বরং অভিনয় থেকে সাময়িক বিরতি নেয়ার কথা জানিয়েছি। অভিনয় ছাড়া কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। এ জন্য কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি।

সংসদ ভবনে নিজের অভিনীত সিনেমার বিশেষ প্রদর্শনীর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিক্রান্ত। এ সময় তার কাছে অবসরের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। আর এর জবাব এড়িয়ে যান তিনি। বরং এ অভিনেতা বলেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে সিনেমা দেখা অন্যরকম অভিজ্ঞতা। সিনেমাটি যে তাদের কাছে ভালো লেগেছে, সেটি আমার কাছে অনেক গর্বের। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি আপনারা দেখুন।

এর আগে ইনস্টাগ্রামে এক পোস্টে এ অভিনেতা লিখেছিলেন, গত কয়েক বছরের এই জার্নি সত্যিই অসাধারণ। এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে যতই এগিয়ে যাচ্ছি ততই বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী, বাবা কিংবা একজন অভিনেতা হিসেবেও।

আরও লিখেছিলেন, এ কারণে ২০২৫ সালে আমরা শেষবারের জন্য দেখা করব একবার। তবে যতক্ষণ না সঠিক সময় আসবে। আর এই পোস্টের শেষে সংযোজন করেন, শেষ দুটি সিনেমা এবং আরও কত স্মৃতি। সবকিছুর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চিরদিন ঋণী থাকব।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ