, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিকটক করতে গিয়ে সড়কে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু   

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১১:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১১:১৮:২৭ পূর্বাহ্ন
টিকটক করতে গিয়ে সড়কে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু   
এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এই ঘটনা ঘটে। 
 
এদিকে নিহত রাফি নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া সামসু মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক। 
 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। পরে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। 

ওসি আবদুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। তবে থানায় এ বিষয়ে কেউ জানায়নি। 
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ