, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করলেন প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৮:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৮:৩৯:৪৪ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করলেন প্রেসিডেন্ট
এবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সামরিক আইন কার্যকরের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
 
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।’...
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ