, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে মন্ত্রীকে লক্ষ্য করে জনতার কাদা নিক্ষেপ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৬:৩৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৬:৩৫:২০ অপরাহ্ন
ভারতে মন্ত্রীকে লক্ষ্য করে জনতার কাদা নিক্ষেপ
এবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না পাওয়ায় এবং ভোগান্তি বেড়ে যাওয়ার প্রতিবাদে মন্ত্রীকে লক্ষ্য করে কাদা ছুড়ে মেরেছেন।

আজ মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার তামিলনাড়ুর মন্ত্রী থিরু পোনমুডি রাজ্যের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জনতা ছোড়া কাদার মুখোমুখি হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে রাজ্যের বিজেপি দলীয় নেতা কে আন্নামালাই বলেছেন, জনসাধারণের হতাশা যে চরমে পৌঁছেছে তা মন্ত্রীকে লক্ষ্য করে কাদা নিক্ষেপের মাধ্যমে পরিষ্কার হয়েছে।

ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এটা তামিলনাড়ুর বর্তমান পরিস্থিতি। আজ মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের রাস্তায় ছবি তুলতে ব্যস্ত ছিলেন। তখন শহরে হালকা বৃষ্টিপাত হয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুললেও তারা চেন্নাইয়ের বাইরের ঘটনাগুলোর ওপর নজর রাখার সুযোগ পাননি।’’

‘‘আজ জনসাধারণের হতাশা চরমে পৌঁছেছে। কারণ দুর্নীতিগ্রস্ত ডিএমকের মন্ত্রী থিরু পোনমুডি বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে কাদার মুখোমুখি হয়েছেন। এই ঘটনা ডিএমকের জন্য মৃদু সতর্ক ঘণ্টা।
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে