, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হতে ইসলামী আন্দোলনের আহ্বান

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৬:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৬:০৮:২২ অপরাহ্ন
ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হতে ইসলামী আন্দোলনের আহ্বান
এবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ন্যাককারজনক। কোনও সভ্য দেশে এমন ঘটনা ঘটতে পারে না। এজন্য ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আদোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ। দূতাবাসে হামলা ও বাংলাদেশবিরোধী ভারতীয় উসকানির প্রতিবাদে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করে।

মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পুরনো পল্টন থেকে বিজয়নগর পানির ট্যাংক ঘুরে পল্টন মোড়ে শেষ হয়। এর আগে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুখের গ্রাস সরে যাওয়ায় ভারত ক্ষেপে গেছে। নানা রকম উসকানি দিয়ে যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে তারা।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষ খুশি। ফ্যাসিবাদীদের পরাজয় ভারত মেনে নিতে পারছে না। ফ্যাসিবাদের দোসর ছাড়া বাংলাদেশ এখন ভালো চলছে, ভারতের কথায় বাংলাদেশ আর চলবে না। ভারতের উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ