, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৩ ০৬:৪৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৩ ০৬:৪৭:৪০ অপরাহ্ন
ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে ২৮ জুন থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হবে। তবে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু করার সুপারিশ করেছে।

এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। এবার কোরবানির ঈদেও একদিন বেশি ছুটি পেতে পারেন কর্মজীবীরা।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া