, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৩ ০৫:৫০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৩ ০৫:৫০:২৫ অপরাহ্ন
বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের
বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেক কম। এবার সে বৈষম্যের ফারাক কিছুটা হলেও ঘুচানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১২ জুন) ছিল বিসিবির অষ্টম বোর্ড সভা। বিসিবি কার্যালয়ে সন্ধ্যা পর্যন্ত বোর্ড সভা চলেছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নিজেই।

নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ২৬ জন ক্রিকেটার। নতুন করে বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন আগে যারা ৮০ হাজার টাকা পেতেন তারা। এছাড়া যাদের বেতন ৩৫ হাজার ছিল তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০হাজার টাকা।

এদিকে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। মূলত জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় 'এ' দল। এবার তাদের দিকেও নজর দিচ্ছে বিসিবি।
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের