, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৬ রানেই অল আউট ক্যারিবিয়ানরা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১০:৫৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১০:৫৬:১৭ পূর্বাহ্ন
নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৬ রানেই অল আউট ক্যারিবিয়ানরা
এবার কিংস্টনে স্যাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে টাইগার পেসার নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকরা মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও ভালো অবস্থানে রয়েছে টাইগাররা।  
 
প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রান নিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নাহিদ রানা এবং বাকি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে তারা তৃতীয় দিনে আর ৭৬ রান যোগ করেই অলআউট হয়ে যায়। রানা তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। হাসান মাহমুদ সহায়তা করেন ২ উইকেট নিয়ে।  

কিংস্টনে আগুন ঝরানো বোলিংয়ের রহস্য জানতে চাইলে রানা বলেন, প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশিকিছু ট্রাই করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে (ক্রিজে) জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং করা যায়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানকে কীভাবে চাপে রাখা যায় সেই চেষ্টাই করেছি। 

প্রথম টেস্টে বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টেও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় দল। কিন্তু রানার আগুন ঝরানো বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকেও চাপে ফেলা গেছে।  

তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড বাড়ানোর দিকে এগিয়ে আছে। নাহিদ রানা মনে করেন, ২৫০’র বেশি লিড নিতে পারলে ভালো কিছু আশা করা যাবে। এই উইকেটে ব্যাটিং কঠিন। বোলারদের জন্য বাউন্স এবং স্পিনারদের জন্য টার্ন রয়েছে। উইকেটের চরিত্র বোঝার উপর জোর দিয়ে রানা বলেন, এখানে লাইন টু লাইন বোলিং করাই সফলতার চাবিকাঠি। ব্যাটসম্যানদের জায়গা না দিয়ে চাপ সৃষ্টি করতে হবে। 
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে