, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন
ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত
এবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শনিবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের।

এদিকে যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ