, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী পরিবার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৩ ০৩:১৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৩ ০৩:১৭:৩৪ অপরাহ্ন
হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী পরিবার
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন যশোরের শার্শার এক প্রবাসী পরিবার। ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে দেশে ফিরেছেন আমেরিকা প্রবাসী যুবকের স্ত্রী ও সন্তানেরা।

ঈদ উদযাপন করতে রোববার পবিবারের সবাই মিলে এসেছেন দেশে। তবে নিজ গ্রামে প্রবেশ করেন ভিন্নভাবে। ঢাকা থেকে হেলিকপ্টারে করে নিজ বাড়ির ছাদের হেলিপ্যাডে নামেন তারা।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা যশোরের বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তিনি বাবাসহ পরিবার নিয়ে আমেরিকা থাকেন। মানবী আসাদ এষনা ইউএসএ-তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যয়নরত। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ ২০) নামে একটি সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবী ওয়েল কেয়ার এলাকার অসহায়, দুস্থদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদরাসা ও এতিমখানায় অর্থ সহযোগিতা করে থাকেন।

মানবী আসাদ এষনা ইউএসএর একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি আমেরিকায় থেকে নিজ গ্রামে পরিচালনা করেন মানবী ওয়েল কেয়ার নামের এক সংস্থা। যার মাধ্যমে গ্রামের মানুষদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদরাসা ও এতিমখানায় অর্থ সহযোগিতা করে থাকেন তিনি।


মানবী আসাদ এষনা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নারীর টানে মাঝে মাঝে দেশে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

স্থানীরা বলেন, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা পরিবারটি আমাদের গর্বের ধন। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাগআঁচড়া গ্রামে হেলিকপ্টার যোগে প্রবাসীর আগমন একটি বিরল ঘটনা। মানবী আসাদ এষনার হেলিকপ্টার যোগে আগমন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম