এবার নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী একটি বাস৷ ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷ এই ঘটনায় বাসের আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷
শনিবার (৩০ নভেম্বর) দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দেয় বেসরকারি এই বাসটি ৷ জানা গিয়েছে, কালিম্পং ও সিকিম সীমান্তে রংপুর কাছে ভোটেভিরে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় বাসটি৷
তবে, জলস্তর কম থাকায় তিস্তার পাড়ের বাসটি আছাড় খায়৷ ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে।
কালিম্পংয়ের জেলা প্রশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রায় ২০ জনের বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।