, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ভারতের সব অমিমাংসিত ইস্যুর সমাধান হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান‍্য দেয়া হয়নি’

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০২:২৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০২:২৭:৩৬ অপরাহ্ন
‘ভারতের সব অমিমাংসিত ইস্যুর সমাধান হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান‍্য দেয়া হয়নি’
গত ১৫ বছরে ভারতের সব অমিমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান‍্য দেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালযয়ে আয়োজিত ‘বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত‍্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কারও জন‍্যে হুমকি না, কেউ আমাদের জন‍্যে হুমকি হোক সেটা আমরা চাই নাই। গত ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রুপ বদলেছে।

বর্তমান বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, দিলে পরিস্থিতি এমন হতো না বলেও দাবি করেন তৈহিদ হোসেন। এসময় তিনি ভারতীয় গণমাধ্যমের মিথ‍্যাচার বাংলাদেশের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ