, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৯:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৯:২৪:৫০ পূর্বাহ্ন
গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী
এবার বিনা পারিশ্রমিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসাটের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অব জুলাই।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে মধুর ক্যান্টিনে আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানের পাশাপাশি দেশি-বিদেশি কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দল গান পরিবেশন করবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তিন ক্যাটাগরিতে কনসার্টের টিকেট বিক্রির কার্যক্রম শুরু হবে। তবে এখনও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি।
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে