, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালের পর বিএনপি কার্যালয়ে হামলা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০২:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০২:৩৭:২৬ অপরাহ্ন
হাসপাতালের পর বিএনপি কার্যালয়ে হামলা
এবার জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সরদারপাড়ায় ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে।

এতে আহত হয়েছেন ৪ জন। এ সময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নাস, কর্মচারীদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।  তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা-ভাঙচুর করে। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। 

এদিকে জামালপুর থানার ওসি ফয়সল মো. আতিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া