, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১১:০০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:০০:০৩ পূর্বাহ্ন
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
এবার হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ দিন দিন কমছে। বাড়ছে শীতের দাপট। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। 

সরজমিন দেখা গেছে, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু পড়ছে, ঢেকে থাকছে কুয়াশার চাদরে। এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷  শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও।

এবিষয়ে জেলা শহরের রিকশাচালক আলাল উদ্দিন বলেন, আমরা গরীব মানুষ। আমরা কাজ করে খাই। কিন্তু কয়েক দিন ধরে অনেক শীতের কারণে আমরা তেমন আয় করতে পারছি না।জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথর শ্রমিক মালেকা বানু বলেন, কয়েকদিন ধরে শীতের কারণে সকালে সময়মত কাজে যোগ দিতে পারছি না। আমাদের অনেক কষ্ট হয় শীতকালে কাজ করতে। 

আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরও হ্রাস পাবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া