, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের ‘পাশে দাঁড়ানোর’ ঘোষণা ইসকনের

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৬:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের ‘পাশে দাঁড়ানোর’ ঘোষণা ইসকনের
এবার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস— ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে, তাকে সংগঠন থেকে আগেই বহিস্কার করা হয়েছে। তাই তার কোনো কিছুর দায় তাদের নেই।

তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশ দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন।

এতে তারা বলেছে, “ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।” এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই।
ইসকনের নামে আ.লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজতে ইসলাম

ইসকনের নামে আ.লীগ নতুন করে আসার চেষ্টা করছে: হেফাজতে ইসলাম