, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে নতুন বার্তা দিলো চেন্নাই

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৩৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১০:৩৫:১৭ পূর্বাহ্ন
আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে নতুন বার্তা দিলো চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসরকে সামনে রেখে দুইদিনব্যাপী মেগা নিলাম শেষ হয় সোমবার (২৫ নভেম্বর)। সৌদি আরবের জেদ্দায় বসা এই নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ১২জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মাঝে মাত্র দুইজনের নাম ডাকা হয় নিলামে।

কিন্তু মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনকে কেনার আগ্রহ দেখায়নি টুর্নামেন্টটির কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আসন্ন আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না। আইপিএলের নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজ। গত আসরেও চমক দেখিয়েছেন এই পেসার।

কিন্তু আসন্ন আইপিএলে তার দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ। গত আসরে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই। শেষ পর্যন্ত হতাশই করেছে তারা।

আইপিএলের এবারের মেগা নিলামে সবগুলো ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে মোট ৬৩৯.১৫ কোটি রুপি। যেখানে তারা কিনেছে ১৮২ জন খেলোয়াড়কে, এরমধ্যে ৬২ জন বিদেশি এবং ১২০ জন ভারতীয় ক্রিকেটার। নিলামের তালিকায় নাম ওঠা ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত।

এবারের নিলাম শুরুর আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল দলগুলো এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। এ তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও অনেকেই।

নিলাম শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই কিংস। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।’

আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজের যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাইসহ কোনো ফ্র্যাঞ্চাইজি।
আত্মসমর্পণ করলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

আত্মসমর্পণ করলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি