, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


টিএসসিতে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:২৮:০৭ পূর্বাহ্ন
টিএসসিতে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আইনজীবী সাইদুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া, সাতকানিয়া, ডুসালসের আয়োজনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইসকন নিষিদ্ধের দাবিসহ চার দফা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর-মল চত্ত্বর হয়ে শাহবাগে যায়। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, অনতিবিলম্বে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় ইসকন নিষিদ্ধেরও দাবি জানান তারা।
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান