, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের কাছে নালিশ করবেন পরীমণি!

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১০:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:১১:৪৩ অপরাহ্ন
শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের কাছে নালিশ করবেন পরীমণি!
দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কের সৃষ্টি করলেও এই নায়িকার ভক্তসংখ্যাও কম নয়। প্রায়শই ভক্ত-শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় পরীকে। এবারও যেমন তাই ঘটলো! নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে গেছেন পরীমণি। সেখানেই এক সকালে ঘুম থেকে উঠে বেশ বড়সড় চমকই পেলেন তিনি। 

এদিকে পরিস্থিতিটা এমন ছিল, পরী ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা! অনেকেই চলে এসেছেন দরজার সামনে। সবারই আগ্রহ একজনকে ঘিরে। সেটা অভিনেত্রী নিজেই। পরীমণির গ্রামের বাড়ি পিরোজপুরে। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে।

এমনই এক দিনে নায়িকার বাড়িতে পাশের স্কুলের মেয়েরা হাজির। একঝাঁক শিক্ষার্থী এসেছে পরীর সঙ্গে দেখা করতে। পরীও সকলের আবদার রেখেছেন। ঘর থেকে বেরিয়ে গেলেন ছবি তুলতে।  সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টেই শেয়ার করেছেন। 
 
ভিডিওতে দেখা যায় প্রথমেই পরীমণি শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’ এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’ 

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’ 
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া