, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের
আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৮তম আসর। এর আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা নিলাম। যেখানে দল পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। যার ফলে আইপিএলকে বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা।

সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে সাকিব ও মোস্তাফিজের। কিন্তু তাদের দলে নিতে আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশের সেরা দুই তারকা ক্রিকেটারের দল না পাওয়াটা সহজভাবে নেয়নি তাদের ভক্তরা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএলের দলগুলোর সমালোচনা করতে শুরু করে বাংলাদেশি ভক্তরা। এবারের আইপিএল না দেখার ঘোষণা দিয়েছেন তাদের ভক্তরা।

২০১১ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। পরের আসরে কালকাতাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন। এরপরই আইপিএলে নিয়মিত হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। সেই সময় বাংলাদেশি দর্শকরা আইপিএল দেখতো সাকিবকে সমর্থন জানানোর জন্য।

এদিকে ২০১৬ সালে আইপিএলে নাম লেখান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর টাইগার ভক্তরা দুইভাগে ভাগ হয়ে এই দুই ক্রিকেটারকে সমর্থন জানাতেন। সাকিব মাঝে দুই আসর না খেললেও ভালো খেলে টুর্নামেন্টে নিয়মিত হয়ে ওঠেন মোস্তাফিজ।

১৮তম আসরের মেগা নিলামে বাংলাদেশকে থেকে মোট ১২ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যেখানে সাকিব-মোস্তাফিজসহ ছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ তানজিম হাসান, শেখ মাহেদী ও লিটন দাস।

বাকিরা দল না পেলেও সবার চোখ ছিল সাকিব ও মোস্তাফিজের উপর। কারণ, দুজনেরই টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দল পাননি কেউই। নিলামের তালিকায় সাকিবের নম্বর ৪৩৯ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানাতো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক।

আগের আসরগুলোতে ক্রিকেটারদের এনওসি নিয়ে ঝামেলা করলেও, এবার নিলামের দুই দিন আগেই বিসিবি জানিয়েছিল ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ পাবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে শুধু নাম উঠেছিল মোস্তাফিজ ও রিশাদের। কিন্তু কোনো দলই তাদের আগ্রহ দেখায়নি।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া