, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলে টানা চার সিজন পর অবিক্রীত মোস্তাফিজ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন
আইপিএলে টানা চার সিজন পর অবিক্রীত মোস্তাফিজ
এবার আইপিএলের নিলামের দ্বিতীয় দিন নাম আসলেও বাংলাদেশি বাহাতি পেসার মোস্তাজিুর রহমানকে কেউ কিনলো না। গত চার সিজনে দল পাওয়া মোস্তাফিজকে কিনতে কোনো কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। গত সিজনে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ অবিক্রীত থাকলেন। তার ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি। আরেক বাংলাদেশি রিশাদ হোসেনকে নিতেও কেউ আগ্রহী হয়নি। তার ভিত্তি মূল্য ছিলো ৭৫ লাখ রুপি।

২০১৬ সালের আইপিএল সিজনে মোস্তাফিজকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমবারের মতো অভিষেক আইপিএলে অংশগ্রহণ করে বাজিমাত করে। সেবার তার দলকে চ্যাম্পিয়ান করে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন। এরপর পরের সিজনে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন। এরপর টানা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল সিজনে দল পেয়েছিলেন মোস্তাফিজ।

এবার নিলামে দ্বিতীয় দিন দল না পাওয়ার তালিকাটা বেশ লম্বা। নিউজিল্যান্ডের তিন তারকা কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও ডারিল মিচেল। অবিক্রিতদের তালিকায় আছে মুজিবুর রহমান, শেই হোপ, আদিল রশিদ, কেশব মহারাজ, অ্যালেক্স ক্যারি, মাঈন আলীর মতো তারকারা। ভারতীয় তারকারাও আছে অবিক্রিতদের তালিকায়। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, শাদুল ঠাকুর, পৃথ্বী’হ এর মতো ক্রিকেটাররা দল পাননি।
সর্বশেষ সংবাদ
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস