, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা
এবার ভুল চিকিৎসার অভিযোগে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে রাজধানীর ২০ অধিক কলেজের শিক্ষার্থীরা ‘সুপার সানডে’ ঘোষণা করে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ থেকে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটায়। 
 
রোববার (২৪ নভেম্বর) দুপুরে পর এ হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্রে জানা গেছে। এ ঘটনায় নষ্ট করে ফেলা প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। হামলা, ভাঙচুরে কলেজের প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় এ ঘটনায় ক্যাম্পাস প্রাঙ্গণে সার্বিক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলন করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এ সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে। 

তিনি বলেন, ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং ৬ জন শিক্ষক প্রতিনিধিসহ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং জড়িত অন্যান্য কলেজের অধ্যক্ষের সঙ্গে এই সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রোডম্যাপ দিতে হবে। সোহরাওয়ার্দী কলেজের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতিপূরণের দায়ভার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ জড়িত কলেজকে দিতে হবে। 

এসময় জড়িত কলেজের সকল প্রতিনিধিদের ক্ষমা চাওয়া, ক্যাম্পাস এসে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, যেসব সনদের ক্ষতিসাধন হয়েছে তার অরজিনাল কপি দেওয়াসহ একাধিক দাবি করেন। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল করার দাবি করেন। 

এসময় কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ইউসিবি (ইউনাইটেড কলেজ বাংলাদেশ) হচ্ছে একটি জঙ্গি সংগঠন। তদন্ত করে ছবি দেখে এসব শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে। ইউসিবির নির্দেশের আজ ৩৫ কলেজের শিক্ষার্থীরা মিলে এমন ভাঙচুর করে। এদের আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, অন্য কলেজ না এলেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কঠোর কর্মসূচিতে যাবে।

এদিকে সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আজ সোমবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা