এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরাইল। লেবাননের বালবেক শহরে সিরিজ বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের শিকার নাবাতিয়াও। এদিকে, গাজায় অব্যাহত হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ।
এদিকে বিশ্ববাসীর নিন্দা আর সমালোচনার তীরে বিদ্ধ হলেও ইসরাইলি আগ্রাসন থামছে না কোনোভাবেই। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু। এবার হামলা চালানো হলো লেবাননের বালবেক শহরে।
এতে হতাহত হয়েছে বহু মানুষ। নেতানিয়াহু বাহিনীর শিকার নাবাতিয়াও। রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা চলছে সমানতালে। পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরাইলি সেনাবহর লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
গাজার উত্তরাঞ্চলেও থেমে নেই বোমা হামলা। এতে ঝরছে বহু প্রাণ। শুধু উত্তর নয়, দক্ষিণের আল-দায়েহর একটি ফিলিস্তিনি পরিবারের ওপরও চালানো হয় নৃশংস হামলা। হামাসের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় গাজার উত্তরাঞ্চলে এক ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। জরিপ বলছে, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিদিন প্রাণ যাচ্ছে তিন শিশুর।
এদিকে, ইসরাইল এবং হামাসের মধ্যে ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।