এবার ইসরাইল এবং হামাসের মধ্যে ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদন মতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের গণনায় (হতাহত) বেসামরিক এবং যোদ্ধাদের (হামাস) আলাদা করেনি। তবে নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু বলে জানানো হয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ১৭ হাজারের বেশি ‘জঙ্গিকে’ হত্যা করেছে। যদিও এর কোনো প্রমাণ তারা দেয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৪ হাজার ৫৬ জন নিহত এবং ১ লাখ ৪ হাজার ২৬৮ জন আহত হয়েছেন।
তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ ধ্বংসস্তূপের নিচে যেখানে উদ্ধারকারীরা প্রবেশ করতে পারেননি, এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে।