, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১৬ বছর ধরে ফোকলা বানানো দেশ একদিনে ঠিক করা যাবে না: ফারুকী

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:৫৯ অপরাহ্ন
১৬ বছর ধরে ফোকলা বানানো দেশ একদিনে ঠিক করা যাবে না: ফারুকী
গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, সেই দেশ একদিনেই ঠিক হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আপনারা যদি ৭২ এবং ৭৩ সালের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন সে সময় দেশ কীভাবে চলছিল। একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না।
 
তিনি বলেন, মূল দেখার বিষয় হচ্ছে আমরা চেষ্টাটা করছি কিনা। একইসঙ্গে সরকার নিজেরা কোনো অন্যায় কাজ করছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন।

তিনি আরও বলেন, আমরা ৭টি বিষয়কে সামনে রেখে এগোচ্ছি। এগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া