, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বরিশালে ৪৬ কেন্দ্রের ফলাফলে সাড়ে ২২ হাজার ভোটে এগিয়ে নৌকা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ০৫:৫৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ০৫:৫৪:১৮ অপরাহ্ন
বরিশালে ৪৬ কেন্দ্রের ফলাফলে সাড়ে ২২ হাজার ভোটে এগিয়ে নৌকা ফাইল ছবি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোর্টি মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোটের সর্বশেষ পাওয়া ফলাফলে ৪৬ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) পেয়েছেন ৩২,৯৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১০,১৭৯ ভোট। এই সিটিতে মোট ভোট কেন্দ্র ১২৬টি।

বরিশাল সিটিতে ভোটারের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। এখানে ওয়ার্ডের সংখ্যা ৩০ আর সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১০। মেয়র প্রার্থী ৭জন। কাউন্সিলর পদে প্রার্থী ১১৬ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪২ জন।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ