, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


খুলনায় ১০ কেন্দ্রের ফলাফলে ৩১১৪ ভোটে এগিয়ে নৌকা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ০৫:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ০৫:২৯:০৮ অপরাহ্ন
খুলনায় ১০ কেন্দ্রের ফলাফলে ৩১১৪ ভোটে এগিয়ে নৌকা ফাইল ছবি
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোর্টি মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোটের সর্বশেষ পাওয়া ফলাফলে ১০ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাত পাখার প্রার্থঅ মো. আব্দুল আউয়াল পেয়েছেন ১৯৬৪ ভোট।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মধ্যে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। মোট ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি